সিরিয়ার রাজধানীর আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় নিহত ২

 

সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সুসা এলাকা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। আজ বুধবার সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। গাজায় ইসরায়েল–হামাস যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে ফিলিস্তিনের বাইরে সর্বশেষ এ প্রাণহানির ঘটনা ঘটল।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে বলা হয়, রাজধানী দামেস্কের কাফর সুসা এলাকা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী জানান, বোমার আঘাতে দামেস্কের নয়তলা ভবনের বাইরের অংশ আংশিক কালো হয়ে গেছে, চতুর্থ তলার আশপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ ওই এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ রেখেছে এবং দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

সিরিয়ার রাজধানীর কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকা কাফর সুসায় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা শাখা, গোয়েন্দা সদর দপ্তর এবং ইরানের একটি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এর উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশের ওপর শত শত বিমান হামলা চালিয়েছে। প্রধানত হিজবুল্লাহ গোষ্ঠীর পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানসহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করে ইসরায়েল।

এর আগে চলতি মাসের শুরুর দিকে অবজারভেটরি জানায়, সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরে ইসরায়েলি বিমান হামলায় সাত বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন। এতে বলা হয়, হামলায় শহরের সবচেয়ে অভিজাত জেলাগুলোর একটিতে অবস্থিত একটি ভবন সম্পুর্ণ মাটিতে মিশে গেছে এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য লক্ষ্যবস্তুতেও আঘাত করা হয়েছে।

বিচ্ছিন্ন হামলার বিষয়ে সাধারণত ইসরায়েল কোনো মন্তব্য করে না। তবে দেশটি বারবারই বলে এসেছে, তারা সিরিয়ায় ইরানের উপস্থিতি বাড়তে দেবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকার এবং লেবাননের শক্তিশালী হামাস মিত্র হিজবুল্লাহকে সমর্থন এ সহযোগিতা দেয় ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *