কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার করতে এসে ধরা খেলো বিজিবির কাছে

পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ওই সময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

এ অভিযানে মাদকসহ আটক পাচারকারীরা হলেন, গাইবান্ধা জেলার শাখাটা থানার ডাকবাংলা পটল পবণ তাহির এলাকার জাহিদুল ইসলামের ছেলে জামিল আহম্মেদ (২০), কক্সবাজারের চকরিয়া থানার কৈয়ারবিল এলাকার মুমিনুল হকের ছেলে রাহাত সরোয়ার (১৯) ও কুমিল্লা জেলার নাঙ্গলকুট থানার বকশগঞ্জ কুকখালী গ্রামের আলা উদ্দিন ছেলে কাভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৪)।

রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ হতে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ড ভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। চেকপোস্টে ওই কাভার্ড ভ্যান পৌঁছালে বিজিবি তল্লাশি করে পার্সেলের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *