কী দিয়ে সদকাতুল ফিতির আদায় করবেন?

সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হয়ে যাবে,বর্তমানে টাকা দেওয়াটাই ভালো।এতে বেশি উপকৃত হওয়া যায়।

                              سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ

অর্থ : হযরত যুহাইর (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ ইসহাক (রহ.) থেকে শুনেছি যে, তিনি বলেছেন,

أَدْرَكْتُهُمْ وَهُمْ يُعْطُونَ فِي صَدَقَةِ رَمَضَانَ الدَّرَاهِمَ بِقِيمَةِ الطَّعَامِ
আমি সাহাবায়ে কেরাম (রা.) কে এই অবস্থায় পেয়েছি যে, তারা রমজানে সাদাকায়ে ফিতর খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন।
ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৭১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *