স্টাডি ইন সৌদি আরব’ প্ল্যাটফর্ম চালু,দারুণ খবর বিদেশি শিক্ষার্থীদের

গত বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে শিক্ষামন্ত্রী ইউসুফ আল-বেনিয়ান ‘স্টাডি ইন সৌদি আরব’ নামে প্ল্যাটফর্মটির কথা জানান।

বিশ্বের নানা দেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন শিক্ষা ভিসা কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এ কর্মসূচির আওতায় সৌদি বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তিপ্রক্রিয়া সহজ করতে ‘স্টাডি ইন সৌদি আরব’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে অত্যাধুনিক শিক্ষা পরিবেশে একাধারে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থী ও গবেষকেরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই দিনের সম্মেলনে শেষ দিনে গত বৃহস্পতিবার সৌদি আরবের শিক্ষামন্ত্রী ইউসুফ আল–বেনিয়ান নতুন ভিসা কর্মসূচির কথা জানান। ‘স্টাডি ইন সৌদি আরব’ প্ল্যাটফর্মটি শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের একটি কর্মসূচি।

অসচ্ছল নিম্নমান পরিবারের মেধাবী শিক্ষার্থীরা পাবে অর্থসহায়তা,
দেশটির গণমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের লক্ষ্য করে দুই মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি তৈরি হয়েছে। এ কর্মসূচির মধ্য দিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির আবেদন সহজ হবে। এর ফলে শিক্ষাকেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে সৌদি আরবের চাহিদা বাড়তে পারে। কেবল বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো নয়; বরং দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া সৌদি ভিশন–২০৩০–এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের মর্যাদাকে বাড়িয়ে তুলবে।

ইউসুফ আল-বেনিয়ান বলেছেন, ‘আমাদের কিছু নতুন নতুন প্রোগ্রাম আছে, এগুলো কয়েক বছর আগে শুরু হয়েছিল। আমরা প্রাথমিক শিক্ষায় ২০১৯ সালে ভালো অবস্থানে পৌঁছে যাই, তখন তা ছিল ১০ শতাংশের উন্নতি। সেখান থেকে এখন আমরা ৩৪ শতাংশে পৌঁছেছি এবং ২০৩০ সালের আমরা ৯০ শতাংশে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। সেরা দক্ষতায় পৌঁছানোর জন্য আমাদের অবশ্যই শিক্ষকদের জন্য বিনিয়োগ করে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *