ইসরায়েলের হুঁশিয়ারি রোজার আগে জিম্মিদের না ছাড়লে রাফাহে অভিযান চালাবইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তেজ

 

 

 

 

ফিলিস্তিনি অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে সামরিক অভিযান চালানো হবে কবে সেই সময় জানিয়েছে ইসরায়েল। দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তেজ জানিয়েছেন, আগামী ১০ মার্চের মধ্যে অর্থাৎ রোজা শুরুর আগেই হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দিলে রাফাহে অভিযান চালানো হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনসূত্রে বলা হয়েছে, ১৩৪ দিন আগে গাজায় আগ্রাসন শুরু করা ইসরায়েল এই প্রথম রাফাহে অভিযানের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাল। বেনি গান্তেজ এই তারিখ উল্লেখ করলেও ইসরায়েল সরকার বা দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করেনি।

বেনি গান্তেজ গতকাল রোববার বলেছেন, ‘বিশ্ববাসীর অবশ্যই জানা উচিত এবং হামাস নেতাদের অবশ্যই জানা থাকা উচিত—রোজার আগে আমাদের জিম্মিরা ঘরে না ফিরলে লড়াই সর্বত্র ছড়িয়ে যাবে। এমনকি রাফাহও বাদ পড়বে না এই লড়াইয়ের আওতা থেকে।’

উল্লেখ্য, যদিও চাঁদের ওপর নির্ভরশীল, তবে মধ্যপ্রাচ্যে আগামী ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। অর্থাৎ, আগামী ১০ মার্চ দিবাগত রাতে সেহরি খেয়ে প্রথম রোজা রাখতে হবে। সেই বিবেচনায় বেনি গান্তেজের আল্টিমেটাম হলো, আগামী ১০ মার্চের মধ্যেই জিম্মিদের ছেড়ে দিতে হবে। নইলে রাফাহেও ইসরায়েলি আগ্রাসন শুরু হবে।

এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৩৪ দিন পেরিয়ে গেছে। এই সময়ে ২৯ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ৭০ হাজার মানুষ আহত হয়েছে। বাস্তুহারা হয়েছে গাজায় ২৪ লাখ বাসিন্দার প্রায় সবাই। এমন নরকীয় অবস্থায় অঞ্চলটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা ব্যাপক কমেছে। ক্ষুধার তাড়নায় মানুষ ভিড় করছেন ত্রাণবাহী ট্রাক ও শহরটির বেকারিগুলোতে।

রাফাহে গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত বাসিন্দাদের অধিকাংশই আশ্রয় নিয়েছেন। সংখ্যার বিচারে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পরিমাণ প্রায় ১৫ লাখ। এই অবস্থায় এই অঞ্চলটিতে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশ। কিন্তু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সতর্কবার্তা আমলে নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *