পাকিস্তানে কোন দলই সরকার গঠন করতে চায় না

পক্ষ থেকে এখনো কিছু ঘোষণা করেনি, তবে সরকার গঠনে তাদের অনেক নেতারই যে আপত্তি আছে তা পরিষ্কার।

শেষ পর্যন্ত যদি তারা সরকারে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত নেয় তাহলে কী হবে পাকিস্তানে? ইমরান, বিলাওয়াল তো আগেই বলে দিয়েছেন, তারা সরকার গঠন করবেন না। কে তাহলে পরবর্তী সরকার গঠন করবে? তবে কি ‘গুঞ্জন‘ সত্যি হবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে? পাকিস্তানের সর্বত্র এখন চলছে এসব আলোচনা। পাকিস্তানি টিভি চ্যানেলগুলোতে চলছে উৎকণ্ঠার বিশ্লেষণ।

এদিকে, সরকার গঠন নিয়ে এই অশ্চিয়তার মধ্যেই শনিবার রাওয়ালপিন্ডির ডিভিশন কমিশনার লিয়াকত আলী চাট্টা এক বিস্ফোরক তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে রাওয়ালপিন্ডিতে ব্যাপক কারচুপি হয়েছে এবং এতে তিনি জড়িত ছিলেন। এছাড়া এর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতিও জড়িত আছেন বলে অভিযোগ করেছেন তিনি।

নির্বাচনের পরপরই ইমরানের পিটিআই কারচুপির অভিযোগ করে আসছিল। এখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার এমন স্বীকারোক্তিতে তাদের দাবি আরও জোরালো হয়েছে।

এমন পরিস্থিতিতে নওয়াজ শরীফের পিএমএলএনের গুরুত্বপূর্ণ নেত্রী মরিয়ম আওরেঙ্গজেব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান এখন গভীর সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে এখন সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, আমি সবাইকে সম্মান জানাচ্ছি এবং অনুরোধ করছি, আমাদের দায়িত্বশীল হতে হবে। দেশ এখন এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যদি কোনো ধরনের বড় ক্ষতি হয় তাহলে সবাই সবকিছু হারাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *