মিরসরাইয়ের ঝরনা থেকে পরে মেডিকেল মেধাবী ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা থেকে নিচে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম আল শাহরিয়ার আনাস (২২)। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ মিরসরাই থানার মধ্যে  নিয়ে আসে পুলিশ।  এ ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার।

নিহত আনাসের বাড়ি হচ্ছে  চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।
মিরসরাই থানার উপ–পরিদর্শক সুমন্ত মজুমদার আজকের পত্রিকাকে বলেন, প্রায় ২০০ ফুট ওপরে বিপজ্জনক চূড়ার সাত স্তরের ঝরনায় ওঠেন আনাস। সকালে তারা সাত বন্ধু বেড়াতে আসেন। আনাস সাঁতার জানতেন না।

সেখান থেকে নিচে গভীর কুপের পানিতে পড়ে তার মৃত্যু  হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।মস্তান নগর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. এরশাদ উল্লাহ বলেন,  আনাসকে বিকেল ৪টায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তারা তাৎক্ষণিক চুয়াডাঙ্গা থেকে রওনা হন। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে থানায় রাখা হয়েছে।’

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, ‘আমরা দুপুর ২টায় নিহত আনাসকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *